BANGLA SONGS LYRICS
ওরে নীল দরিয়া | Ore Nil Doriya | Bangla Song with Lyrics
![[ ওরে নীল দরিয়া ] Ore Nil Doriya Lyrics [ ওরে নীল দরিয়া ] Ore Nil Doriya Lyrics](https://1.bp.blogspot.com/-dJEN9i3jszI/YVP5KLA0iAI/AAAAAAAAAm8/ds7Rmnoy3XMHVnl2P3oj22TG21E1Lf9IwCLcBGAsYHQ/s16000/%255B%2B%25E0%25A6%2593%25E0%25A6%25B0%25E0%25A7%2587%2B%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25B2%2B%25E0%25A6%25A6%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A6%25BE%2B%255D%2BOre%2BNil%2BDoriya%2BLyrics.jpg)
Ore Nil Doriya Lyrics Information
Movie : Sareng Bou
Song : Ore Nil Doriya
Singer : Abdul Jabbar
Music : Alom Khan
Lyrics : Mukul Chowdhury
Ore Nil Doriya Lyrics 2017 বাংলাদেশের বাংলা-ভাষায় নির্মিত একটি ড্রামা গান । গানটি Dream Street Food ইউটিউব চ্যানেল দ্বারা উপস্থাপিত হয়েছে। গানটি গেয়েছেন আবদুল জব্বার। গানটিতে অভিনয় করেছেন আবদুল জব্বার। গানটির লিরিক্স করেছেন মুকুল চৌধুরী এবং গানটির মিউজিক দিয়েছেন আলম খান।
Ore Nil Doriya গানটি সর্বপ্রথম 4 সেপ্টেম্বর 2017 সালে ইউটিউবের দ্বারা প্রকাশিত হয়। পরবর্তীতে বিভিন্ন গায়ক এই গানটি বিভিন্ন ভাবে গেয়েছে। Ore Nil Doriya Lyrics খুবই জনপ্রিয় একটি গান। Ore Nil Doriya Lyrics গানটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং গানটি রিলিস হওয়ার কিছুদিনের মধ্যে 5 মিলিয়নের বেশি মানুষ Ore Nil Doriya Lyrics গানটি দেখেছে।
Ore Nil Doriya Bangla Song Official Music Video
Ore Nil Doriya Bangla Song Lyrics
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া (x2)
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া রে (x2)
দারুণ জ্বালা দিবানিশি,
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী রে (x2)
নোঙর ফেলি ঘাটে ঘাটে,
নোঙর ফেলি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া।
ওরে নীল দরিয়া,
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া,
ওরে নীল দরিয়া..