BANGLA SONGS LYRICS
অলির কথা শুনে | Olir Katha Shune | Bangla Song with Lyrics

Olir Katha Shune Lyrics Information
Song : Olir Katha Shune Bakul Hase
Singer : Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Music : Hemanta Mukhopadhyay
Label : Saregama India Ltd
Olir Katha Shune Lyrics 25 জুলাই 2017 বাংলাদেশের বাংলা-ভাষায় নির্মিত একটি ড্রামা / রোমান্স গান । গানটি Saregama Bengali ইউটিউব চ্যানেল দ্বারা উপস্থাপিত হয়েছে। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটিতে অভিনয় করেছেন হেমন্ত মুখার্জী এবং তাসনিম আনিকা। গানটির লিরিক্স করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটির মিউজিক দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। Olir Katha Shune খুবই জনপ্রিয় একটি গান। Olir Katha Shune গানটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং গানটি রিলিস হওয়ার কিছুদিনের মধ্যে 5 মিলিয়নের বেশি মানুষ Olir Katha Shuneগানটি দেখেছে।
Olir Katha Shune Bangla Song Official Music Video
Olir Katha Shune Bangla Song Lyrics
অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো।।
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো।।