BANGLA SONGS LYRICS
O Sathire | ও সাথীরে যেওনা | Bangla Movie Song with Lyrics
O Sathire Bangla Song with lyrics Information
Song: O Sathire Jeona (Sad)
Cast: Salman Shah & Shabnur
Singer: Andrew Kishore & Sabina Yasmin
Lyricist: Moniruzzaman Monir
Music: Alam Khan
Movie: Shopner Thikana
Director: M.A. Khalek
Producer: Nurul Islam Parvez
Production: Atlas Movies
Label: Anupam
O Sathire Bangla Song with lyrics is a romance & drama song made in Bengali language of Bangladesh. It is a very popular and unique song in the world of romance & drama music. It has received positive reviews from viewers since its release. Because, every word of the song is heart touching.
So even though the song was released a long time ago, the popularity of the song has not diminished yet.The O Sathire Bangla Song with lyrics is unique for those who love to sing or read Romance & Drama songs.
O Sathire Bangla Song with lyrics
ও সাথীরে.. যেওনা কখনো দূরে
ও সাথীরে যেওনা কখনো দূরে
তোমারি প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।
এই চোখে চেয়ে, নাও দেখে তুমি
ছবি করে তোমায় রেখেছি আমি।
সেই ছবি কভু দিও নাকো মুছে
থাকি যেন আমি তোমারি কাছে,
তোমারি মনে আমার এই মন
তুমি ছাড়া বাঁচি কি করে,
ও সাথীরে, যেওনা কখনো দূরে
ও সাথীরে, যেওনা কখনো দূরে।
এই পথে যদি ঝড় নেমে আসে
বাধা ভেঙ্গে আসবো তোমারি পাশে।
জীবনে আছি, মরনে-ও রবো
চিরদিনই ভালো বেসে যাবো,
তোমারি প্রেমে আমার এই প্রেম
তুমি ছাড়া বাঁচি কি করে।
ও সাথীরে যেওনা কখনো দূরে,
ও সাথীরে যেওনা কখনো দূরে।