BANGLA SONGS LYRICS
আলো আলো | Alo Alo | Bangla Song with Lyrics
![[ আলো আলো লিরিক্স ] Alo Alo Lyrics [ আলো আলো লিরিক্স ] Alo Alo Lyrics](https://1.bp.blogspot.com/-r7_ef6lBA30/YVMuNXGBH0I/AAAAAAAAAms/tVYRtiEV4VYT5iXdSgSBUDcdRCgjC84DACLcBGAsYHQ/s16000/%25E0%25A6%2586%25E0%25A6%25B2%25E0%25A7%258B%2B%25E0%25A6%2586%25E0%25A6%25B2%25E0%25A7%258B%2B%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%25B8%2BAlo%2BAlo%2BLyrics.jpg)
Alo Alo Lyrics Information
Song : Alo Alo
Singer : Tahsan Khan
Lyric, Tune & Music : Tahsan
Cast : Apurba, Sabila Nur
Director : Sagor Jahan
Language : Bangla
Label : G-Series
Alo Alo Lyrics 14 নভেম্বর 2016 বাংলাদেশের বাংলা-ভাষায় নির্মিত একটি ড্রামা / রোমান্স গান । গানটি G-Series ইউটিউব চ্যানেল দ্বারা উপস্থাপিত হয়েছে। গানটি গেয়েছেন তাহসান খান। গানটিতে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। গানটির লিরিক্স করেছেন তাহসান খান এবং গানটির মিউজিক দিয়েছেন তাহসান খান। Alo Alo খুবই জনপ্রিয় একটি গান। Alo Alo গানটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এবং গানটি রিলিস হওয়ার কিছুদিনের মধ্যে 55 মিলিয়নের বেশি মানুষ Alo Alo গানটি দেখেছে।
Alo Alo Bangla Song Official Music Video
Alo Alo Bangla Song Lyrics
তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি ?
আলো হয়ে দূরে তুমি !
আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,
হবে না, হবে না, হবে না,,,,,,,,,
রুমন্থন করি ফেলে আসা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সূদূরে
হয়ত ভবিষ্যতরে আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন ?
আলো হয়ে দূরে তুমি
আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
আলো-আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,
হবে না, হবে না, হবে না.........